নাটারর বড়াইগ্রামে বজ্রপাতে সবর আলী (৫১) নাম এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজলার জোয়াড়ী ইউনিয়নের কচুয়াকাড়া মাঠে ওই ঘটনা ঘটে।
সবর আলী একই গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
জোয়াড়ী ইউপি চয়ারম্যান চাঁদ মহম্মদ জানান, সকালে কচুয়াকাড়া মাঠে ধান
রোপন করত যায় সবর আলী। এসয়ম হঠাৎ বৃষ্টির সাথ বজ্রপাত শুরু হলে সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।