নাটোরের বিভিন্ন ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোর জেলার বিভিন্ন ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা শুরু হয়েছে। সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করছে নাটোরের বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এসময় ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতি ব্যাক্তিত্ব, গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ সাধারণ জনগনের সামনে বাজেট ঘোষণা করা হচ্ছে।

 

লালপুরের আড়বাব ইউনিয়ন:
“বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদে ২০২১-২২ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সচিব ফিরোজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ। উক্ত বাজেট সভায় ২০২১-২২ অর্থ বছরে মোট ১৮৯১৯৯৭০ টাকা আয় ও ১৮৩৩৯৯৭ টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করা হয়।

 

সিংড়ার তাজপুর ইউনিয়ন:
নাটোরের সিংড়া ৯ন নং তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হযেছে। রবিবার সকাল ১১টায় পরিষদের হলরুমে ভৌত অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতকে প্রাধান্য দিয়ে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সচীব মোঃ ছাইফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন,তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খবির উদ্দিন সরদার, পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব ুহানিফ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাংবাদিক রাজু আহমেদ সহ অন্যরা। এসময় তাজপুর ইউনিয়ন আওয়ামী রীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, পরিষদের সদস্যগণ, সংরক্ষিত মহিলা আসনের সদসগণসহ গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

লালপুরের এবি ইউনিয়ন:
লালপুর প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের ২০২১-২০২২ ইং সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার এবি ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করা হয় । ১কোটি ৭১ লাখ ২৭ হাজার ৯শ ৭৩ টাকা আয় ও ১ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ২শ ৮২ টাকা ব্যয় এবং ৫৩ হাজার ৬শ ৯১ টাকা উদ্বৃত্ত রেখে বাজাট পেশ করে ওই ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল হক । এসময় এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: ছাত্তার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ । এছাড়া ওই ইউনিয়ন পরিষদের মেম্বার ও সুধীজনেরা উপস্থিত ছিলেন ।

 

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক