নাটারর বাগাতিপাড়া উপজলার জামনগর বয়স্ দম্পত্তি’র রক্তাক্ত লাশ উদ্ধার করছ পুলিশ। এঘটনায় শনিবার সকাল বাগাতিপাড়া মডল থানা পুলিশ ঘটনাস্ল গিয় তদÍ শুরু করছ।
পুলিশ ও স্ানীয় সত্র জানা যায়, উপজলার জামনগর ইউনিয়নর জামনগর পুরাতন পশ্চিমপাড়ার আমির আলী (৭০) ও তার স্ত্রী আলকা বগম (৬৫) গহপালিত গরু পাহাড়া দয়ার জন্য ঘরর ভিতর না শুয় অন্য দিনর মতাই নিজ ঘরের বারাদায় চকিতে মশারি টাঙ্গিয় ঘুমিয়ে ছিলেন। রাতরো কোন এক সময় কে বা কাহারা এই বয়স্ক দম্পত্তিকছ ধারালো অস্ত্র দিয় কুপিয় হত্যা করছে।
শনিবার সকালে প্রতিবশীরা বাড়িতে উভয়ের রক্তাত লাশ দখতছ পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় নিহত উভয়ের মাথা ও গলাসহ শরীরর বিভিন জায়গায় ধারালো অস্ত্র দিয় কুপিয় জখমছর ক্ষত দেখা যায়। নিহতের একমাত্র ছেলেল চাকুরীর সুবাদে স্ত্রীসহ দীর্ঘদিন থেকে ঢাকার গাজীপুর এলাকায় অবস্থান করায় নিহত আমির আলী স্ত্রীসহ নিজ বাড়িতে বসবাস করতেন। প্রাথমিক ভাবে গরু চুরি করার সময় দেখে ফেলায় তাদের হত্যা করা হয়েছে এমন ধারনা করলেও কোন গরু চুরি না হওয়ায় হত্যার রহস্য আরাও জটিল হয়ে পড়েছে। এলাকাবাসীরা বলেন, নিহতের একমাত্র নাতি মেহেদী হাসান লিমন (১৭) ক শনিবার সকাল একবার এই বাড়িত দেখা গেছে। মেহেদী হাসান লিমন মাদকাসক্ত। তাই এ ঘটনার সাথ তার কান সম্পৃক্ততা আছ কি না পুলিশ তা ক্ষতিয়ে দেখছে। ঘটনার পর থেকে মেহেদী হাসান লিমনও পলাতক রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি, লাশের ময়না তদন্ত ও মামলা দায়েরের পাশাপাশি হত্যার রহস্য উৎঘাটনর চষ্টা করছি।