নাটোরের বাগাতিপাড়ায় জনপ্রতিনিধির ‘উপহারের ফ্রিজ’ ফেরত দেয়ায় এসপি দিলেন নতুন ফ্রিজ

বাগাতিপাড়া প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের পকেটখালি পুলিশ ফাঁড়িকে একটি ফ্রিজ উপহার দিয়েছিলেন আসন্ন জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জোবায়দা খাতুন মিলি। অবশেষে ফ্রিজটি ফেরত দিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। ফ্রিজটি ফেরত দিয়ে ফাঁড়ির পুলিশ সদস্যদের একটি নতুন ফ্রিজ দিয়েছেন পুলিশ সুপার।

শুক্রবার (২৬ শে মার্চ) বেলা ২টায় জামনগর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে ফ্রিজটি ফেরত দেন পুলিশ সুপার। এর আগে জাতীয় অনলাইন বিডিনিউজ২৪ঘণ্টায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলে অন্যান্য সংবাদ মাধ্যমও সংবাদটি প্রকাশ করে। ফলে তুমুল সমালোচনা শুরু হয়।

এরপর শুক্রবার দুপুরে জামনগর পুলিশ ফাঁড়িতে আসেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় তিনি ফ্রিজ দাতা জোবায়দা খাতুন মিলিকে ডেকে ফ্রিজ দেয়ার কারণ জানতে চান। মিলি জানান, ২০০৫ সালে এই ফাঁড়ির সামনে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এখন এই ফাঁড়ি স্থাপিত হওয়ায় এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই খুশি হয়ে পুলিশ সদস্যদের ফ্রিজটি উপহার দিয়েছেন তিনি। পুলিশ সুপার তার উপহার প্রত্যাখ্যান করেন ও একটি ভ্যানে তুলে সেটি মিলি দম্পতির বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে, ফ্রিজ দেয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করায় পুলিশ সুপারের সামনেই বিক্ষুদ্ধ আচরণ করেন জোবায়দা খাতুন মিলির স্বামী। মিলিও উদ্ধত কন্ঠে জানান, তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। তাই তিনি ইচ্ছা করলেন পুলিশ বা জনগণকে যে কোন কিছু দিতে পারেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক উপহারের ফ্রিজটি গ্রহণ করেছিলেন। তিনি এ ঘটনায় মিলির কাছে এবং গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গণমাধ্যম ঘটনাটি তুলে ধরে পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে সহায়তা করেছে। মানুষের মাঝে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা যাতে প্রতিষ্ঠিত না হয়, আমরা সর্বদা সেই চেষ্টা করে যাবো। পুলিশ কখনো জনগণকে প্রদত্ত নিরাপত্তা সেবার কোন বিনিময় গ্রহণ করে না।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক