লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আলহাজ্ব নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশে এক পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। আলহাজ্ব উপজেলার সোনাপুর ঢাকা পাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, আলহাজ্ব অপ্রকৃতিস্থ ছিল। বিকেল তিনটার দিকে পরিবারের সবার অলক্ষ্যে পুকুরের পানিতে গিয়ে নামে। এরপর তার খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার মরদেহ তারা খুঁজে পায়।