বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উদ্ভাধন করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তর ও পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ বিভাগ ১১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার, ৭শত ৭৭ টাকা ব্যায়ে এই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেন। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করের স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব (নির্মাণ) সাইদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা মন্ত্রালয়ের অতিরিক্ত প্রকৌশলী রাজশাহী সার্কেল মির মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এছারাও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পরিতশ কুমার পাল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ডলি রানী, আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন।