নাটোরের বড়াইগ্রামে মাদক ব্যাবসার প্রতিবাদ করায় কামাল হোসেন (৩৫) নামের ব্যাক্তিকে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলার পিরপাল বাজারে এ ঘটনা ঘটে। কামাল হোসেন উপজেলার বাদী হয়ে মাদক ব্যাবসা ও সেবনকারীদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় অভিযোগ করেছেন। কামাল হোসেন বড়াইগ্রাম পৌরসভার গোয়ালফা গ্রামের মৃত কাজেম মোল্লার পুত্র। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামাল হোসেন বলেন, আমি বাড়ি থেকে নেংটাদহ (পিরপাল) বাজারে যাওয়ার সময় দেখী নদীর ধারে খাজা খাওয়ার আসর বসেছে। আমি নিশেধ করলে কথা কাটাকাটি হয়।
বুধবার সন্ধার বিকেলে স্থানীয় ব্যাক্তিগণ মিমাংসার জন্য নেংটাদহ বাজারে শালিরের আয়োজন করে। আমি শালিসে উপস্থিত হলে পরিকল্পিত ভাবে নেংটাদহ গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র নিজাম (৫৫), নিজামের পুত্র লিটন (৩৫), গোয়ালফা গ্রামের মৃত আজাহার মন্ডলের পুত্র শাহাদত মন্ডল (৩৯), মৃত আব্দুলের পুত্র রাজ্জাকসহ আরো ১০-১২ জন আমাকে মারপিট শুরু করে। ধারালে অস্র দিয়ে আমার হাত কেটে নেওয়ার চেষ্টা করে। আমার হাতে ৯টি সেলাই করা হয়েছে। আমাকে উদ্ধার করতে গেলে গোয়ালফা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আব্দুল কুদ্দুস চানুকে পিটিয়ে আহত করে।
শাহাদত হোসেন বলেন, লিটনের স্ত্রীকে কামাল প্রায় এক বছর যাবত উক্ত করত। কয়েকদির আগে কামাল হোসেন লিটনের ঘরে ঢুকে তার স্ত্রীকে জোর পূর্বক যৌনহয়রানী করার চেষ্টা করে। লিটন আমার কাছে বিচার দিলে আবার যদি এঘটনা ঘটায় তাকে ধরে ব্যবস্থা গ্রহন করতে বলি। আমি বাজারে গেলে কামাল আমাকে মারপিট করে। তবে থানায় অভিযোগ না করে ব্যাবস্থা গ্রহন করতে বললেন এমন প্রশ্নের তিনি জবাব দিতে পারেন নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।