বড়াইগ্রাম প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুলু(৫৫) ও তার ছেলে রাজিবের(২৫) উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা, জখম ও তাদের দোকান লুটপাট করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি টিক্কা, পিয়াস, ইয়াহিয়াসহ তাদের সহযোগীরা। এলাকায় খবর নিয়ে জানা গেছে তারা আওয়ামী লীগের অপর পক্ষ আনিসুর রহমান খেচু সমর্থিত বাহিনী। উল্লেখ্য আনিসুর রহমান খেচু স্থানীয় এমপি সমর্থিত নৌকা বিরোধী চেয়ারম্যান নামে নির্বাচিত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সরকার পাড়া এলাকায়।
এদিকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে দুই জনেরই অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- একসময় শান্তির নগরী হিসেবে পরিচিত ছিল বড়াইগ্রাম। নতুন ও আধুনিক নেতৃত্ব যেন বড়াইগ্রামের সৃষ্টি হতে না পারে এইজন্য একটা পক্ষ সবসময়ই বড়াইগ্রামে রাজনৈতিক মহলে বিবাদ এবং বিভক্তি করে রাখছে তার রাজনৈতিক কৌশলের মাধ্যমে। যার বহিরপ্রকাশ হলো নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন ইউনিয়ন এবং একই দলের প্রতিপক্ষ ভেতরে এ ধরণের সংঘর্ষ।
তিনি আরো বলেন-আমি বড়াইগ্রাম বাসীদের অনুরোধ করবো আপনারা সচেতন থেকে সকল সংঘর্ষ, বিবাদ থেকে বিরত থাকুন এবং এই অপশক্তিকে বড়াইগ্রাম থেকে বিতাড়িত করুন।
আর, এই ধরনের সন্ত্রাসী ও তাদের গডফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এদেরকে আমরা সমূলে উৎখাত করার প্রত্যয় ব্যক্ত করছি।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।