নাটোর প্রতিনিধি:
নাটোরে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজও দুই জনের নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। আজ যারা করোনা আক্রান্ত হলেন তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সদর ও রাজাপুর এলাকার। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।এদিকে করোনা আক্রান্ত হবার রেজাল্ট জানার আগেই তারা আবার ফিরে গেছেন ঢাকার কর্ম ক্ষেত্রে।
নাটোরের সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তদের একজন চাকরি করেন ঢাকার গাজীপুরে মন্ডল গ্রুপে। অপরজন চাকুরী করেন অ্যাপোলো হসপিটালে। তারা দুজনেই ঈদে বাড়ি এসেছিলেন। বাড়ি আসার পরে সর্দি দেখা দিলে করোনার নমুনা প্রদান করেন। আজ তাদের ফলাফলে পজিটিভ ধরা পরল। এরই মধ্যে তারা দুজনই ঈদ শেষে ফিরে গেছেন ঢাকায়। ইতিমধ্যে ফলাফল তাদের জানানো হয়েছে। তারা ঈদে যেহেতু বাড়ি এসেছিলেন এবং বাড়ির সদস্যদের সঙ্গে মিশে ছিলেন তাই সে সমস্ত বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ জন।এর মধ্যে ইতিমধ্যে ১১ জন সুস্থ্য হয়েছেন। অপর একজন নমুনা দেয়ার পর রেজাল্ট আসার আগেই মৃত্যু বরন করেছেন। বর্তমানে ৪৪ জন হোম আইসোলেশনে রয়েছেন। করোনা পজিটিভ বিষয়টি সিভিল সার্জন অফিসে প্রথমে ফোনে ও পরে রাত সাড়ে ১০টার দিকে মেইলে নিশ্চিত করা হয়