বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি, কর্মকর্তা- কর্মচারী এবং সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ” বড়াইগ্রাম উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় করোনা ভাইরাসের বিস্তার রোধ কল্পে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের করণীয়’ শীর্ষক আলোচনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য” এই পিপিই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা পরিষদ।
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আনোয়ার পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পি কে এম আব্দুল বারী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।