বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে করোনা মহামারিতে কৃষকদের সহায়তার জন্য কৃষি খাতে বিশেষ প্রনোদনা মূলক পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার ব্যবস্থাপকের কার্যালয়ে কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেয়া হয়।
শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার অলোক কুমার সকারের সঞ্চালনায় ঋণের অর্থ তুলে দেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নাটোরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। এসময় ঋণ গ্রহিতা, জামিনদার, সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার ঋণ তত্বাবধায়ক সিনিয়র অফিসার মশিউর রহমান উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, সরকার করোনা মহামারির ক্ষতি পুষিয়ে নিতে গৃহিত পদক্ষের অংশ হিসেবে মাত্র ৪ শতাংশ সরল সুদে কৃষি খাতে পুনঃঅর্থায়ন ঋণ বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই ঋণ বিতরণ করা হলো। এর সঠিক ব্যবহার করে ব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখলে সরকারী ব্যাংক হিসেবে ভবিষ্যতে আরও বড় সুবিধা পাওয়া যাবে।*