নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে একটি বাড়ির চারটি কক্ষ সম্পূর্ণ ভষ্যিভুত হয়ে গেছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে ভবানীপুর উত্তর পাড়ার মৃত নওশাদ আলী প্রামানিক এর বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস এর লিডার নুরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী আরও জানান- মৃত নওশাদ আলীর তিন ছেলে ওয়াসীম, ইয়াসিন এবং ইসমাইল তিল তিল করে গড়ে ছিল এই ঘরবাড়ি, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, তাদের আর কিছুই রইল না। ক্ষতিগ্রস্ত ওয়াসিম আলী জানান- নগদ অর্থ সহ প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা তিন ভাই পথে বসে গেলাম, আমাদের এখন কি হবে? ১নং জুয়াড়ি ইউপির ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সালাম জানান- মৃত নওশাদ আলীর তিন ছেলে খুব কষ্ট করে এই বাড়িঘর করেছিল, আজ এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সবকিছু শেষ হয়ে গেল। সরকারি সাহায্য সহযোগিতা না পেলে তাদের খেয়ে পরে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে।