যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীরে্যর সাথে নাটোরের নলডাঙ্গায় পালিত হলো জাতীর পিতা ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলা পরিষদ চত্বরে দিবসটির আয়োজন করেন স্থানীয় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জীবন, আদর্শ, ত্যাগ এবং ভয়াবহ সেই কালো রাত্রি ১৫ই আগষ্টের কথা তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমুখ। পরে বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সবার রুহের মাগফিরাত কামনা করে দোওয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।