নাটারের গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নের চলনবিল রুহাই এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে উজির আলী প্রামাণিক (৭০) নাম এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করে গুরুদাসপুর থানা পুলিশ। নিহত বৃদ্ধ একই এলাকার মৃত লাজেম প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক।
স্থানীয় সূত্র জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিক ওই বৃদ্ধ নিজ বাড়ী থক নিখাঁজ হয়। পরে অনক খাঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী রুহাই এলাকায় ডোবায় তার মরদহ ভাসতে দেখে পরিবারের লাকজনকে খবর দেয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাত ১১টার দিক হালকা বৃষ্টি ও বজ্রপাতর সময় তিনি কোন কাজে বাইরে গেলে বজ্রপাতে তার মত্যু হয়েছে। তবে লাশ ময়নাতন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপার্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।