বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (নির্বাচিত) মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাটোর জেলার কৃতি সন্তান মোঃ নূর ইসলাম সিদ্দিকী।
মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হাসান আলী মাষ্টার ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ(১০মার্চ) নূর ইসলাম সিদ্দিকীকে সংগঠনটির সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে পরপর তিনবার নির্বাচিত ইউপি সদস্য নূর ইসলাম সিদ্দিকী।
মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ- সভাপতি নির্বাচিত হওয়ায় প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (নির্বাচিত) মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হাসান আলী মাষ্টার (মেম্বার) ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার । এ সময় তারা টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য নূর ইসলাম সিদ্দিকীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
২নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী বলেন আমি এবং নূর ইসলাম সিদ্দিকী দু’জনই পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার। উনি খুব সৎ মানুষ, আমরা তাকে নিয়ে গর্ভ করি।
এদিকে নূর ইসলাম সিদ্দিকী ‘মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও সচেতন সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এপ্রসঙ্গে নূর ইসলাম সিদ্দিকী বলেন, আমি কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার ওয়ার্ড বাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ভোটে আমি এখানে আসতে পেরেছি।