নাটোরের উত্তরা গণভবনে রাজার প্রিয় ফুল “নাগলিঙ্গম” সুরভী ছড়াচ্ছে

ফারাজী আহম্মদ রফিক বাবন: নাটোরের উত্তরা গণভবনে ফুটেছে দুর্লভ ফুল নাগলিঙ্গম। গাছের কান্ডে রাশি রাশি সুশোভিত সুরভিত ফুল জানান দিচ্ছে নাগলিঙ্গম ফুলের রাজা। রাজার প্রিয় ফুলের তালিকায় ছিল বসন্ত আর গ্রীস্মের এ ফুল।

উত্তরা গণভবনের রাজপ্রাসাদের সামনে দাঁড়ালে মাদকতা ছড়ানো গন্ধ উৎসুক দর্শনার্থীকে টেনে নিয়ে যাবে এর উৎসে। রাজপ্রাসাদের দক্ষিণে কয়েক গজ এগিয়ে গেলে দেখা মিলবে নাগলিঙ্গমের। প্রায় পঞ্চাশ ফুট উচ্চতার গাছটি যেন আকাশ ছোঁয়ার চেষ্টায় আছে। এর শাখা-প্রশাখাগুলো ছাতিমের মত বড় সবুজ গুচ্ছ পাতায় আচ্ছাদিত। কিন্তু অবাক করা কান্ড! শাখাতে কোন ফুল নেই। যেন কান্ড ফুঁড়ে ছড়ার মত বের হওয়া মঞ্জুরিতে রাশি রাশি ফুল ফুটে আছে। প্রায় মাটির সমতল থেকে সারা গাছের কান্ড জুড়ে মঞ্জুরি তথা ফুলের বিস্তৃতি।

পুরু ছয়টা পাপড়ি আচ্ছাদনে নজরকাড়া ফুলগুলো খুব সহজেই নজর কাড়ে। ফুলের রঙ নিয়ে হোচট খাওয়ার দশা। কি রঙের ফুল এটি? কমলাও নয় বাদামীও নয়, বরং এ দু’য়ের মিশ্রনের পাপড়িগুলোতে আবার বেগুনী রঙের বর্ণচ্ছটা। আর পরাগচক্রে সাদা বেগুনী হলুদের সমাহার। সাপ বা নাগিনীর মত ফণা তোলা পরাগচক্রের কারনেই হয়তো ফুলের নামকরণ-নাগলিঙ্গম। নাগিনীর আমন্ত্রনে অভিসার পিয়াসী নাগ যেমন করে ছুটে আসে, তেমনি যে কোন দর্শনার্থীকে কাছে টানে নাগলিঙ্গম ফুল। মাদকতাময় তীব্র গন্ধে মুখর চারিদিক।

নাগলিঙ্গম ফুলের উপস্থিতি অনেকদিনের। মধ্য মার্চে অর্থাৎ বসন্তে নাগলিঙ্গমের ফুল ফোটা শুরু হয়। দীর্ঘসময়ের পথ পরিক্রমায় পুরো গ্রীস্মকাল পেরিয়ে বর্ষা ছুঁই ছ্ুঁই করে তবেই এর বিদায়।

ইংরেজীতে ক্যানন বল নামে পরিচিত নাগলিঙ্গমের আদি নিবাস মধ্য আমেরিকাতে। আমাদের দেশে মীরপুর জাতীয় উদ্যান, রমনা উদ্যান, বলধা উদ্যান, কার্জন হল, নটরডেম কলেজ প্রাঙ্গন , শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন, সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজারের চা বাগানে এ গাছের উপস্থিতি আছে। আর আছে গাজীপুর, নারায়নগঞ্জ, যশোরসহ কয়েকটি স্থানে। নাটোরের উত্তরা গণভবনে পাশাপাশি দু’টো নাগলিঙ্গম গাছের উপস্থিতি থাকলেও বেশ কয়েক বছর আগে ঝড়ে উপড়ে গেছে একটি। সেই থেকে সাথীহারা একটি মাত্র গাছ রুপে রসে গন্ধে মোহনীয় হয়ে আছে।

নাটোরের উত্তরা গণভবন দেশের দর্শনার্থীদের কাছে আদরনীয়। আভিজাত্যময় অপরুপ রাজপ্রাসাদ আর এর সংগ্রহশালা। তবে প্রতিষ্ঠাতা সৌখিন রাজা দয়ারাম রায় ছিলেন পুষ্প প্রেমিক। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দুষ্প্রাপ্য ফুলের গাছ সংগ্রহ করে রাজপ্রাসাদকে নান্দকিতার শীর্ষে নিয়ে গেছেন। জানা যায়, রাজার প্রিয় ফুলের তালিকায় থাকা ফুলের মধ্যে নাগলিঙ্গম অন্যতম।

গ্রীস্মের তাপদাহে জনজীবন এখন বিপর্যস্ত। রুক্ষ হয়ে উঠেছে প্রকৃতি। এ সময়ে দু’দন্ড শান্তির পরশ হয়ে যেন নাগলিঙ্গম। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে উত্তরা গণভবন এখন দর্শনার্থীদের ভ্রমণ নিষিদ্ধ। তাই এবার নাগলিঙ্গমের অপরুপ সৌন্দর্য আর সুবাস থেকে বঞ্চিত পুষ্প প্রেমিকরা।

নাটোরের জেলা প্রশাসক ও উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহরিয়াজ পিএএ বলেন, উত্তরা গণভবনে থাকা দুর্লভ গাছগুলো সংরক্ষণ এবং এগুলোর সংখ্যা বাড়ানোর জন্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক