নব গঠিত ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

 

আজ ৫ মে’২১ দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার বাবু পাড়ায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মিলনায়তনে নব গঠিত ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও নব গঠিত কমিটির আহবায়ক জাকির হোসেন জুয়েল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত আন্দোলন সংগ্রামে জীবন বাজী রেখে অনন্য ভূমিকা পালনকারী ঈশ্বরদী পৌর যুবদলের নেতা কর্মীদের সাথে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবারই একটি দৃশ্যমান শক্তির হস্তক্ষেপ ও কু-পরামর্শে নানাবিধ মানহানীকর হয়রানি মূলক অপমানজনক অবমূল্যায়ন করে যাচ্ছে। যা ত্যাগী নেতাকর্মীদের জন্য ভীষণ কষ্টদায়ক ও হতাশা ব্যঞ্জক। তিনি বলেন, গত ২ মে’২১ রাতে বিএনপি যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌর যুবদলে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও একেএম সাজেদুজ্জামান জিতুকে সদস্য সচীব করে ঈশ্বরদী পৌর যুবদলের একটি আহবায়ক কমিটি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

 

আবার ঐদিন রাতেই ঘোষিত কমিটি বাতিল করে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও আলী জুবায়ের প্রতীককে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। তিনি বলেন,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সরাসরি হস্তক্ষেপে ঘোষিত কমিটির রদবদলের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে অত্যন্ত আবেগময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন জুয়েল আরও বলেন, স্বৈরাচারী ও বিএনপি ধ্বংষের কারিগর ঈশ্বরদীর মাটিতে বার বার ঘোষনাকৃত অবাঞ্চিত হাবিবুর রহমান হাবিব ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত বিএনপি যুবদলের নেতা কর্মীদের অবমূল্যায়ন করে বিগত আন্দোলন সংগ্রামে যাদের কোন ভূমিকা নেই কেবলমাত্র হাবিবের তলপি বাহক বলেই তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জাকির হোসেন জুয়েল আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে এই নাটকিয় কমিটি বিলুপ্ত করে আলোচনা সাপেক্ষে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি করতে হবে। নইলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কোন কর্মকান্ডে অংশ গ্রহণ করবে না। শুধু তাই নয় ঘোষিত কমিটি বিলুপ্ত করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠন করা না হলে ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটি থেকে অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করতে বাধ্য হবে।

 

জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব, সিনিয়র বিএনপি নেতা খায়রুল ইসলাম, বিস্টু সরকার, এস এম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, হাসান আলী, ডাঃ নুরুল ইসলাম, আনছার আলী, শামসুদ্দোহা পিপ্পু, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, যুবদল নেতা একেএম সাজেদুজ্জামান জিতু,ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফসহ বিএনপি, যুবদল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক