নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪ হাজার ৬২১ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নন্দীগ্রাম পৌর ভবনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। সেসময় নন্দীগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রকৃত অসহায়-হতদরিদ্রের তালিকা তৈরি করে মোট ৪ হাজার ৬২১ জনকে ভিজিএফ এর ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।