বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বগুড়ার নন্দীগ্রামে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।