নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
উক্ত সভায় নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।