পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জল, শামীম শেখ, ফিরোজ কামাল ফারুক, স্বপন চন্দ্র মহন্ত, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, মুক্তার হোসেন বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।