নাটোর প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণকারী মজনুর সব্বোর্চ শাস্তির দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শহীদ সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলমনি, প্রভাষক রেজাউল করিম, নাসরিন সুলতানা রুমা,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রান্ত, স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্যরা। এসময় বক্তরা বলেন, দ্রুত সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষক মজনুকে আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলাবাহিনি। এখন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষৎতে কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়।