সৈয়দ মাসুম রেজা, নাটোর ব্যুরো চীফ:
নাটোরে করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। আর মাত্র কয়েক দিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ঘট বসতে যাচ্ছে শারদীয় দুর্গা পূজার। দুর্গোৎসবকে সামনে রেখে নাটোরের পূজা মণ্ডপগুলোতে প্রতিমা ও মণ্ডপ সজ্জার শেষ মূহুর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পী ও সাজসজ্জা কারিগরেরা।
এবছর জেলায় ৩৫১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। তিনি জানান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ থেকে ২৫টি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১১টি নির্দেশনা আমাদেরকে দেয়া হয়েছে। আমরা জেলায় ৩৫১টি মন্ডপে সেগুলো পৌঁছে দিয়েছি। পুজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি। ইতোমধ্যে বেশির ভাগ মন্ডপে প্রতিমা অলংকরণের কাজ প্রায় শেষ।
আগামী ২২-২৬ অক্টোবর ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা সফল করতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জেলার বাইরের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা প্রতিমা তৈরি ও রং তুলির কাজ করছেন।
অন্যদিকে, প্রতিমার পাশাপাশি বাদ্যযন্ত্র ঠিকঠাক ও তৈরী করতে ব্যস্ত সময় পার করছে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির কারিগররা। মা’কে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকল শ্রেণীপেশার মানুষ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এ বছর পূজায় প্রশাসনের পক্ষ থেকে মন্দিরগুলোতে নিরাপত্তাসহ শান্তিপূর্ণভাবে উৎসব সমাপ্ত করার লক্ষ্যে সকল প্রস্ততি নেওয়া হয়েছে। সামাজিক দুরুত্ব এবং আইনশৃংখলা ঠিক রাখতে জেলার প্রত্যেক ইউনিয়নে একজন এসআই এর নেতৃত্বে পুলিশের পাশাপাশি প্রতিটি মন্দিরে আনছার ও গ্রামপুলিশ মোতায়েন থাকবে।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ-পিএএ জানান, করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হবে। আশা করছি সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।