রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া গরীব মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছরের ন্যায় এবারো শিক্ষাবৃত্তি দিল শ্যামলিমা কল্যাণীয় ফাউন্ডেশন। ১৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় উপজেলার রাতুগ্রামের একটি আমবাগানে শ্যামলিমা কল্যাণীয় ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সাবেক রেজিস্টার আলহাজ্ব আবদুর রউফ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক প্রদ্যুৎ কুমার সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জুলফিকার মাহমুদ,পাবনা এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।