নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ দিন অনাবৃষ্টির কারণে বড়াইগ্রাম উপজেলার অধিকাংশ অঞ্চলের মানুষ পানীয় জলের ব্যাপক সংকটে পড়েছে । অধিকাংশ সাধারণ হস্ত চালিত নলকূপ এ পানি উঠছে না জল মটর ছাড়া জেড পাম্পেও পানি উঠছে না গবাদি পশু ও সাংসারিক কাজে মানুষ নদী,ডোবা, কিংবা পুকুরের পানি ব্যবহার করছে, এবং গোসল, করতে বাধ্য হচ্ছে । ফলে টাইফয়েড, আমাশয়,ডায়েরিয়া সহ বিভিন্ন ধরনের পেটের পীড়া, জন্ডিস,ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে । প্রকৃতির এই বৈরী আবহাওয়া পরিবর্তনের জন্য মানুষ, পশু,পাখি অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখন নামবে এক পসলা বৃষ্টি ।