বড়াইগ্রাম প্রতিবেদক:
গত ২-৩ দিন ধরেই সারাদেশের মতো নাটোরের বড়াইগ্রামে চলছে তীব্র শীত। মাঘ মাসের শুরুতেই হাড় কাঁপানো শীতে অনেকটা যুবুথুবু হয়ে পড়ছে চারপাশের পরিবেশ। সন্ধ্যার পর পরই দোকানপাট বন্ধ হয়ে ব্যস্ততাপূর্ণ এলাকাগুলোও ফাঁকা হয়ে যাচ্ছে। উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজার লোকসমাগমে পরিপূর্ণ থাকে রাত ১০-১১ টা পর্যন্ত। কিন্তু তীব্র শীত যেনো পুরো পরিবেশটাকেই কাবু করে ফেলছে। এক মাত্র পেটের দায়ে খেটে খাওয়া ভ্যানচালক ছাড়া রাস্তাঘাটে আর তেমন কোন মানুষকে বাইরে দেখা যাচ্ছে না।
এর মধ্যেই বনপাড়া পৌরসভার মেয়রকে এম জাকির তার কিছু লোকজন নিয়ে কম্বল নিয়ে বের হয়ে পরেন রাস্তায়। রাস্তায় চলাচলরত অতি নিম্নমানের জ্যাকেট পরা ভ্যানচালকদের শরীরে তিনি নিজেই কম্বল জড়িয়ে দেন। রবিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বনপাড়া বাজারের বিভিন্ন রাস্তায় ভ্যান চালকদের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র জাকির হোসেন।
এ সময় তিনি ভ্যানচালকদের শরীরে কম্বল জড়িয়ে দিয়ে তাদের সাথে হ্যান্ডশেক করেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান। এ সময় পৌরসভার কর্মচারী ও তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।