ট্রাক-আটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাটোরের গুরুদাসপুর এলাকার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার(২৫ নভেম্বর) বেলা তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী–ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী (৭৫), তাঁর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও মেয়ে পারভিন বেগম ও ইনসাব আলীর নাতনি শারমিন। এ ছাড়া মারা গেছে একই উপজেলার মকামপুর গ্রামের অটোচালক মোখলেসুর রহমান। শারমিন রাজশাহীর শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চারজন স্পটে মারা যান। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের স্বজনেরা জানান, ইনসাব আলী ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁকে কেমোথেরাপির জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ জানায়, নগরীর খড়খড়ি বাইপাস থেকে ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি নাটোর থেকে রাজশাহী যাওয়ার সময় বেলপুকুর চেকপোস্ট মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনা স্থলে চারজন এবং রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পরে আরো একজনের মৃত্যু হয়।

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক