নিজস্ব প্রতিবেদক(বড়াইগ্রাম):
আজ (২৪ মে) নাটোর জেলা পরিষদের পক্ষ থেকে ২শত ৭০জন কর্মহীন ও হত দরিদ্রদের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তৈল, ১ প্যাকট সেমাই, ১ টি সাবান এর একটি করে প্যাকেট ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরন করা হয়।
জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দার তার নির্বাচনী এলাকা সদর ইউনিয়, বড়াইগ্রাম পৌরসভা, জোয়ারী ইউনিয়ন ও মাঝগ্রাম ইউনিয়নের হতদরিদ্রের মাঝে এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল বারী, পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, জোয়ারী ইউনিয়ন পরিষদ সদস্য ফেরদৌস, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস আলী, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল জোয়ার্দার, ৩নং ওয়ার্ড সভাপতি আকাব্বর আলী, সাধারণ সম্পাদক আঃ জলিল সরদার, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর ইসলাম সিদ্দিক, বড়াইগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু সরকার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান গোল্লা ও স্থানীয় নেতাকর্মী।