জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনসহ নানান কর্মসূচি পালিত হয়েছে। শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণের মধ্য দিয়ে শুরু হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি। এ সময় উপস্থিত শতশত নেতাকর্মীরা দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান জানান। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন ও সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর সেখানে একে একে পুষ্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।
পুষ্পার্ঘ্য অর্পনের পর উপস্থিত সকলে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা পালন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
পরে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীর সামনে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সাধারণ মানুষদের জন্য ফ্রি চিকিৎসা সেবা এবং জনকল্যাণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। দুপুরে অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২ সহ¯্রাধিক মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।