নাটোরে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় কমল আলী সদু নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে শহরের শহরের ছায়াবানী মোড় থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শহরের চৌধুরী বড়গাছা এলাকার চাল ব্যবসায়ী আব্দুল আজিজ দুপুরে কানাইখালী এলাকার মোকাম থেকে চাল বিক্রির ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে শহরের ছায়াবানী মোড়ে জ্যামে আটকা পড়লে ছিনতাইকারী কমল আলী সদু ধারালো ক্ষুর দিয়ে টাকার ব্যাগ কেটে টাকা নিয়ে দৌড় দেয়।এসময় ব্যবসায়ী আজিজের চিৎকারে উপস্থিত লোকজন ধাওয়া করে সদুকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক ছিনতাইকারীর বাড়ি নীলফামারী জেলায়। বিস্তারিত জানতে তাকে নাটোর সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছবি-২১