নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নিজ দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নিজ দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ।পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয়। আজ বুধবার বেলা এগারোটার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সভা শুরু হলে এ ঘটনা ঘটে।
জানা যায় বার,বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির সমাবেশ ছিল ।তবে সমাবেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর চেয়ারে বসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। যদিও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয় ।এদিকে সমাবেশ চলাকালে দুপুর বারোটার দিকে ইনস্টিটিউশনের প্রধান গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয় ।এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি । শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি আবুল হাসানাত জানান ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশ শুরু হয়। বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয় । তবে এতে কেউ হতাহত হয়নি ।কাউকে আটক করেনি পুলিশ ।২৭ বছর পর ১৯ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এর তিন মাস পর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষনা দেয় ছাত্রদল ।১৯৭৯ সালের পহেলা জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন । এই উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর পরিচালনায় সভায় বক্তব্য দেন দলটির সাবেক শীর্ষ নেতা শামসুজ্জামান , আসাদুজ্জামান রিপন ,আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন , নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ,এবিএম মোশাররফ হোসেন ,আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম ,আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল , ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র সহ–সভাপতি কাজী রফিকুল ইসলাম শ্রাবন সহ–সভাপতি মীর হোসেন তরু, মিজানুর রহমান শরীফসহ ঢাকা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ , বাংলা কলেজ, কবি নজরুল কলেজের ছাত্রদলের নেতারা ।