চারঘাট থেকে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে নাটোর র্যাব
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট থেকে ২৪০ বোতল ফেন্সিডিলসহ সাদ্দাম(৩০) ও আফজাল(২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র্যাব। রবিবার এক অভিযানে তাদেরকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিসি-২, নাটোর র্যাব অফিস।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে গত ২৪ জানুয়ারি ২০২১ রবিবার দুপুর ২টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ঐ এলাকার জামাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ও সালামের ছেলে আফজাল হোসেন বাহাদুরকে ২৪০ বোতল ফেন্সিডিল ২টি মোবাইল ফোন ৪টি সিম কার্ড ২টি মেমোরী কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ আঠারো হাজার ৫ শত টাকাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।