চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৫,৭৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা)।
তার প্রাপ্ত ভোট ৯,৯৯৯। জেলা নির্বাচন অফিসার ও শিবগঞ্জ পৌরসভা রির্টানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শিবগঞ্জ পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, ১৫ টি কেন্দ্রে শতকরা ৭৯ দশমিক ১২৪ ভাগ ভোট পড়েছে।এদিকে শিবগঞ্জ পৌরসভা মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯৭৯ জন।