গুদাসপুর প্রতিনিধি( নাটোর):
নাটোরের গুরুদাসপুরে করোনা ঝুঁকি এড়াতে জনসাধারনের সামাজিক দূরত্ব নিশ্চিতকরনে চাঁচকৈড় বাজারের নদীর তীঁরে প্রশস্ত ফাঁকা নতুন গো-হাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের হাট বসানো হয়েছে।
আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁচকৈড় নদীর তীরে গো-হাটায় প্রশস্ত ফাঁকা জায়গায় গড়ে উঠা নতুন ভ্রাম্যমান কাঁচামালের হাটে কাঁচামাল বিক্রেতাগণ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকানপাট বসালেও ক্রেতাগণ তাদের নিদিষ্ট দূরত্ব বজায় না রেখেই ক্রয় করছেন তাদের নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল। এই কাঁচামালের হাটে জনসমাগম রোধে এবং সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরনে কাজ করছেন গুরুদাসপুর থানা পুলিশ। কিন্তু জনসমাগম কোন ভাবেই এড়ানোর সম্ভবপর হচ্ছে না।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.মোজাহারুল ইসলাম বলেন, করোনা ঝুঁকি এড়াতে উপজেলার সকল বাজার ঘাটে জনসাধারনের সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুদাসপুর থানা পুলিশ সময় তৎপর রয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করনে জনসমাগম রোধে উপজেলার সকল ঘাট পর্যায়ে ক্রমে ফাঁকা জায়গায় স্থাপনের কাজ চলছে। এছাড়াও করোনা জনসচেনতায় লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা জুড়ে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে।