নাটোরের বড়াইগ্রামে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে কানু(২৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কানু গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের (ইন্দিরা পাড়া) জান মোহাম্মদের ছেলে।
জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুটা হয়েছে মূলত আঘাত জনিত কারণে। পানিতে লাফ দিতে গিয়ে মাথা ও বুকে আঘাত লাগার কারণে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কানু আজ (২৬ আগস্ট) শুক্রবার দুপুর একটার দিকে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন এর চামটা বিলে গোসল করতে যায়। সেখানে চামটা এবং ভিটা কাজিপুর গ্রামের যাওয়ার মধ্যবর্তী রাস্তার ব্রিজের উপর থেকে কানু পানিতে লাফ দেয়। পরে পানি থেকে সে আর না উঠায় কানুর পরিবারের লোকজন নৌকা ,জাল লগা নিয়ে এসে তাকে পানির মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পাওয়া মাত্রই লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ পোস্টমর্টেমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।