নিজস্ব প্রতিবেদকঃ বড়াইগ্রাম উপজেলার ৬নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রি-বার্ষিক সম্মেলন ১লা জানুয়ারী-২০২০ইং বুধবার বিকাল ৩টায় রাজাপুর বাজারে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়াম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আনিছুর রহমান, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী, ১নং জোয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি আলহাজ্ব চাঁদ মাহমুদ, ৫নং মাঝগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি খোকন মোল্লা, ২নং বড়াইগ্রাম ইউনিয়নের সভাপতি ইসাহাক আলী মোল্লা, ৭নং চান্দাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, ৩নং জোনাইল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান প্রাং, বনপাড়া পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দার, বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও বনপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার প্রমূখ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন ৬নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বক্কর সিদ্দিক এবং সঞ্চালনা করবেন ৬নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শমসের আলী।
তবে উক্ত ইউনিয়নে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে একটি কমিটি ঘোষিত হয়েছে। এ বিষয়ে ৬নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বক্কর সিদ্দিককে প্রশ্ন করা হলে তিনি বলেন-‘যে কমিটি এমপি সাহেব করেছেন তার কোন ভিত্তিও নাই, গ্রহণ যোগ্যতাও নাই। গত উপজেলা পরিষদ নির্বাচনে যে সকল নেতা-কর্মী নৌকার নির্বাচন করেছিলেন তাদের কোন কমিটিতে রাখেননি। উনার ইচ্ছা মতো নৌকা বিরোধীদের নাম ঘোষণা করেছেন মাত্র। এখানে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোন সম্মেলন হয়নি। উনি বঙ্গবন্ধুর নৌকার সাথে বেইমানী করে নৌকা বিরোধীদের পুরষ্কৃত করে নৌকা বিরোধী কমিটি ঘোষণা করেছেন। তাই আমরা কেন্দ্রীয় নির্দেশনা মতো বিধি মোতাবেক কমিটি গঠনের উদ্দ্যোগ নিয়েছি।’