জেলার নলডাঙ্গায় গৃহবধূকে (২১) যৌন নিপীড়নের অভিযোগে নিশান প্রামানিক (২৩) নামের যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (৪ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার নিশান প্রামানিক ওই গৃহবধূকে যৌন নিপিড়নের চেষ্টা করেন।
অভিযুক্ত নিশান প্রামানিক উপজেলার ব্রক্ষ্মপুর পুর্বপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানার (ওসি) আবুল কালাম বলেন, রোববার (৪ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ তার বাবার বাড়ি পুর্ব সোনাপাতিল গ্রাম থেকে পশ্চিম সোনাপাতিল গ্রামে মামা শশুর জেলারের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মান্নান চৌকিদারের বাড়ির সামনে পৌঁছালে নিশান নামের ওই যুবক মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে নিশান ওই গৃহবধূকে জড়িয়ে ধরে এবং যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় ওই গৃহবধূর চিৎকারে নিশান পালিয়ে যায়।
পরে রাতেই ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নিশান প্রামানিককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।