গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে মামাত ভাই মিঠু মন্ডলের বাম পা কেটে নিল ফুপাত ভাই ও তার সহযোগিরা । শনিবার রাত নয়টার দিকে উপজেলার খুবজীপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ফুফাত ভাই বাবু মন্ডল ও তার সহেযাগীরা পলাতক রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, খুবজীপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে পার্শবর্তী যোগেন্দ্রনগর গ্রামের ফুফাত ভাই জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রবিবার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়। এক পর্যায়ে মিঠু মন্ডলের বামপা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়। এসময় মিঠু মন্ডলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বাবু মন্ডল ও তার সহযোগিরা পালিয়ে যায়।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আহত মিঠুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তিনি আরো জানান, মিঠু মন্ডল মাদক ও অন্যান্য মামলার আসামি। তবে ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগিরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।