গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেদ্রের আয়া রেহেনা খাতুনের বিরুদ্ধে পত্রিকায় অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। যদিও একই অভিযোগে গত ২০ নভেম্বর ২০১৯ খ্রিঃ “দৈনিক আমার বার্তা” পত্রিকায় অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে একটি প্রতিবেদন বের হয় যার প্রেক্ষিতে ১৫ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ একটি তদন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারনে দীর্ঘ ১ বছর পরেও সেই তদন্তের রিপোর্টের কোন কার্যকারিতা পরিলক্ষিত হয়নি। যার ফলে তার আচরনে আরও বেশি বেপরোয়া ভাব পরিক্ষিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে দেখা গেছে রেহেনা খাতুন তার ব্যাক্তিগত জীবনেও একই রকম দুর্নীতি পরায়ান ও স্বেচ্ছাচারী। তার একটি জমি প্রথমে ছেলের নামে দানসত্ব রেজিষ্টি করে দিয়ে তা গোপন করে অন্য ব্যাক্তির নিকট বিক্রি করেন। পরবর্তিতে ভুক্তভোগী রেহেনা ও তার স্বামীর নামে মাললা করলে বিজ্ঞ আদালত রেহেনা ও তার স্বামীকে ৪০৬/৪২০ ধারায় অভিযুক্ত করে সমন জরি করেন।
এছাড়াও রেহেনার ভোটার আইডি নাম্বারের সাথে জমি সংক্রান্ত কাগজ-পত্রের কোন মিল পাওয়া যায়নি। ভোটার আইডি কাডের বিবরণ বিশ্লেষন করে দেখা যায় তার মেয়ে আয়শার সাথে বয়সের পার্থক্য মাত্র ৮ বছর। যা কোন ভাবেই সম্ভব নয়।
এবিষয়ে মুঠোফনে রেহেনার সাথে বার বার যোগাযোগ করার চেষ্ঠা করে কোন বক্তব্য পাওয়া যায়নি।