নাটোরের গুরুদাসপুরে খেলোয়ারদের মাঝে ইফতারি বিতরণ করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।
রোববার বিকেলে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ মাঠে খেলোয়ারদের মাঝে এই ইফতারী বিতরণ করা হয়। গুরুদাসপুর উপজেলার প্রায় ১৫০ জন খেলোয়ার ইফতারীতে অংশগ্রহণ করেন।
উপজেলার ভোরের ডাক স্পোটিং ক্লাব, ফ্রিডম ফাইটার ক্রিকেট একাডেমিসহ কয়েকটি সংগঠনের খেলোয়ারদের মাঝে ইফতারি বিতরণ করেন ইউএনও মোঃ তমাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ-লীগের সিনিয়র সহ-সভাপতি রাজ কুমার কাশী, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, ক্রীড়াবিদ আব্দুল হাকিম, সোহেল রানা, সোহানুর রহমান সজীব প্রমূখ।