নাটোরের লালপুরে মানবকল্যাণ মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামে এক ক্লিনিকে শারমিন আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মদানের সময় মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। শারমিন ওই উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের দিপু আলীর স্ত্রী।
মৃত প্রসূতির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার দিনগত রাতে মানবকল্যাণ মডেল হাসপাতালে শারমিন সিজারিয়ান অপারেশন করেন। সে সময় একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে বেডে নেওয়ার আগেই শারমিনের মৃত্যু হয়। তবে তারা জানান, মায়ের মৃত্যু হলেও নবজাতকটি সুস্থ আছে।
এবিষয়ে হাসপাতালটির পরিচালক একাব্বর হোসেন শান্ত বলেন, সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদান পরবর্তীকালে সমস্যা হলে শারমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে। আমাদের হাসপাতালে মৃত্যু হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়ারুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।