নাটোরের লালপুর উপজেলা সরকারি ভাবে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান -২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল )সকাল ১১ টায় উপজেলায় খাদ্য গুদামের এর উদ্বোধন করা হয়। কার্ডধারী প্রান্তিক কৃষকদের নিকট থেকে ২ হাজার ২ শ ৪০ মি. টন গম ৩০ শে জুন পর্যন্ত সংগ্রহ করা হবে বলে জানা গেছে। নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহি অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি )শাম্মী আক্তার,উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী ডালিম, খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল,সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু , লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আরবাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা প্রমূখ।