নাটোরের বাগাতিপাড়ায় উপহার সামগ্রী নিয়ে করোনা রোগীদের বাড়িতে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। শুভেচ্ছা উপহার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িতে বিভিন্ন ফলমূল পাঠিয়েছেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে চেয়ারম্যান নিজেই করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে ঝুড়িতে করে উপহার সামগ্রী পৌঁছে দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও বাগাতিপাড়া করোনা প্রতিরোধ কমিটি সিপিসি’র সদস্য তোসাদ্দেক সরকার তিতাস এবং উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী।
জানা যায়, রবিবার করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে গিয়ে উপহারের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া এসব শুভেচ্ছা উপহারের ঝুড়িতে ছিল আপেল, মালটা, লেবু, আনারস, কলা, বাঙ্গী।
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর প্রেক্ষিতে শুভেচ্ছা উপহার পাঠানো শুরু করেছি। আক্রান্ত রোগী ও তার পরিবারকে সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত আছি। তাই আতংকিত না হয়ে করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।