নাটোর প্রতিনিধি:
নাটোর জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই নতুন নতুন রুগীর খবর পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। আজকে নাটোর জেলায় আক্রান্তের সংখ্যা ৩ জন যার ভেতর ২ জন বড়াইগ্রামের অপর একজন নাটোর সদরের। প্রায় প্রতিদিনই নাটোরের বড়াইগ্রাম উপজেলায় করোনা পজিটিভ রুগীর খবর পাওয়া যাচ্ছে। নাটোরের বড়াইগ্রাম জেলার ভেতরে পজিটিভ রোগীর দিক থেকে হটস্পট এলাকায় পরিণত হচ্ছে। বড়াইগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ১৭জন। যা জেলার ভেতরে সর্বোচ্চ, এবং প্রতিদিনই এ সংখ্যা বেড়েই চলছে। নাটোর জেলায় বর্তমানে মোট রুগীর সংখ্যা ৬৪ জন। যার ভেতর ১১জন ইতিমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বড়াইগ্রামের ৭ পুলিশ সদস্যও সুস্থ হওয়ার পথে। আক্রান্ত হওয়ার পর তাদের প্রথম পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এখন দ্বিতীয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেই তাদেরকে সুস্থ হিসেবে ঘোষণা করা হবে।