বিশেষ প্রতিবেদক:
“ইভারমেকটিন” জেনেরিক নামের ওষুধটি করোনা আক্রান্ত হবার এক সপ্তাহের মধ্যে খেলে ৯৫% রোগী ৪৮ ঘণ্টার মধ্যে সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছেন একজন নিউইয়র্কের ডাঃ মাসুদ নামের একজন বাংলাদেশি চিকিৎসক। সেখানে ওষুধটি প্রয়োগ করে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। (সুত্রঃ ডিবিসি নিউজ)।
৬ মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে বাংলাদেশে ডেল্টা, বেক্সিমকো এবং এরিস্টোফার্মা যথাক্রমে স্ক্যাবো-৬, ইভেরা-৬, ইভ্যাকটিন নামে বাজারজাত করছে। মূলত, ইভারমেকটিন খোসপাঁচড়া, গোদরোগ, এস্কারিয়াসিস ইত্যাদি প্যারাসাইটিক রোগে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, ইভারমেকটিন করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী বলে গত ৩ এপ্রিল ২০২০তারিখে প্রথম আর্টিকেলটি প্রকাশ হয় “Antiviral Research” জার্নালে তারিখে। সেখানে দেখানো হয় Vero-hSLAM সেল লাইনে করোনাভাইরাস (সার্স-কোভ-২) দিয়ে ইনফেকশন তৈরি করে ইভারমেকটিন প্রয়োগ করলে ৪৮ ঘণ্টার মধ্যে সেল লাইনে ভাইরাসের পরিমাণ ৫,০০০ গুণ পর্যন্ত কমে যায়।
ডাঃ মাসুদ বলেছেন লক্ষণ দেখা দেবার পরপরই দুটি ৫ মিলিগ্রাম ইভারমেকটিন ট্যাবলেট একসাথে খেতে হবে। সঙ্গে খেতে হবে ৫০০ মিলিগ্রাম এজিথ্রোমাসিন দিনে একটা করে পরপর চার দিন। জ্বরের জন্য খেতে হবে প্যারাসিটামল। তবে যাদের কার্ডিয়াক এরিদমিয়ার সমস্যা আছে তাদের এজিথ্রোমাসিনের পরিবর্তে ডক্সিসাইক্লিন খেতে পরামর্শ দিয়েছেন ডাঃ মাসুদ। এ চিকিৎসা খরচ একেবারেই সকলের হাতের নাগালে। মাত্র ১০০ থেকে ১৫০ টাকার মধ্যেই সুফল পাওয়া সম্ভব। তবে, ইভারমেকটিন, এজিথ্রোমাসিন/ ডক্সিসাইক্লিন খেতে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ লাগবে।