নিজস্ব প্রতিনিধি:
অতি বৃষ্টিতে প্লাবিত এবং বন্যা আক্রান্ত নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওদাজোয়াড়ী গ্রামের বন্যা দুর্গত মানুষের মাঝে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওদাজোয়াড়ী গ্রামে বন্যায় দুর্গত দুস্থ মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
গত ২৬ জুলাই করোনা পজিটিভ হন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তবে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ১৭ জুলাই নমুনা প্রেরণ করার পর থেকে স্ব-ইচ্ছায় বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে তার বিশ্বস্ত নেতা-কর্মীদের দিয়ে অসহায়-দুস্থ জনগনের সেবায় নিয়োজিত আছেন। পরে মুঠোফোনে তার সঙ্গে কথা বললে তিনি জানান- বড়াইগ্রাম উপজেলা বন্যা দুর্গত এলাকার বাইরে হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনরকম সাহায্য-সহযোগিতা না থাকায় আমি আমার নেতা-কর্মীদের দিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। এবং আমি যতদিন করণা পজিটিভ এর কারণে কোয়ারেন্টাইনে থাকবো ততদিন আমার নেতাকর্মীরা অসহায় দুস্থদের সেবায় নিয়োজিত থাকবে আর আল্লাহর রহমতে আমি সুস্থ হলে আবার সকলের মাঝে ফিরে জনগনের সেবায় নিয়োজিত হব ইনশাআল্লাহ।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বনপাড়া পৌর আওয়ামীলীগের প্রবীন নেতা জনাব আব্দুস সোবহান প্রমানিক, স্থানীয় নেতা আনোয়ার হোসেন দুলাল , ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।