বাগাতিপাড়া প্রতিবেদক: বাগাতিপাড়ায় নাটোর-১ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল বৃহঃস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)সকালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা গ্রহণ করেন।পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গকুল সহ অনেকেই করোনার টিকা গ্রহন করেন।
বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিয়ে পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেন, করোনার টিকা নিয়ে একটি মহলের অপপ্রচার রয়েছে। টিকা নিয়ে তারা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দিচ্ছে। এ কারণে আমরা টিকা নিয়ে প্রমাণ করে দিলাম, করোনা ভাইরাসের টিকা নিরাপদ। টিকা শেষে এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুন্দর ব্যবস্থাপনায় বাংলাদেশ কভিড-১৯-এর টিকা পেয়েছে। যেখানে পৃথিবীর অনেক দেশই টিকা থেকে বঞ্চিত। দেশে সুন্দর ও সুষ্ঠুভাবে টিকা বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি নিজেও আজ টিকা নিলাম, ‘আমার কাছে মনে হয়েছে, এই ভ্যাকসিনটা অত্যন্ত নিরাপদ এবং আমি কোনো কিছু অনুভব করিনি। ব্যাথাও অনুভব করিনি। ভ্যাকসিন নেওয়ার পরও আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া নেই। ফলে ভ্যাকসিন নিয়ে যেসব গুজব ছড়িয়েছে তার অবসান হওয়া দরকার। কোনো ধরনের গুজবে কান না দিয়ে করোনা থেকে মুক্ত থাকতে সবাইকে টিকার জন্য নিবন্ধন করে বাগাতিপাড়ার সব জনগণকে কভিড মুক্ত রাখতে ভয়-ভীতি উপেক্ষা করে টিকা গ্রহণ করার আহবান জানান।