নাটোরের বড়াইগ্রামে শরিফা বেগম (৪২) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শরীফার বাবার বাড়ী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী গ্রামের খোরশেত সাহ্র বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক ভাবে বিয়ের পর এক পুত্র সন্তানের মা’ হন শরিফা বেগম। অভাবী সংসারে দ্ব›দ্ব কলহের মধ্যে তাকে তালাক দেয় স্বামী। তারপর দরিদ্র বাবার বাড়ী রামাগাড়ীতে চলে আসেন। এখান থেকে ঢাকা গার্মেন্টসে কাজ নেন। কিন্তু মহামারি করোনায় গত এক বছর যাবৎ বাবার বাড়ীতে কর্মহীন থাকায় বাবার সাথে সম্পর্কের অবনতি ঘটে। তার জের ধরেই গলায় শাড়ী পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন শরীফা বেগম।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।