নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন।নাটোরের সিভিল সার্জন ডঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা হলো ১২।
নাটোর সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় , আজ দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ভাইরোলজি বিভাগ থেকে জানানো হয় , নাটোরের লালপুরে আরো একজন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার বাড়ি লক ডাউন করা সহ তার সংষ্পর্শে কারা কারা এসছিলেন তাদের তালিকা সংগ্রহ করে নমুনা সংগ্রহ করার কাজ শুরু করা হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোরে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন সুস্থ্য হওয়াসহ বাকীরা আরোগ্যের পথে। আশা করছি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।