” করোনা ”
…………………
কেবা তুমি,কেনইবা তুমি-
আসিয়া গগন ভেদ করিয়া,বিদিত প্রাণ –
বিলাইছো তব বিদীর্ণ মহিমা,
সর্বত্র তোমারই প্রয়াস,
করিছে সদয় ম্লান।
হাজার-লক্ষ জনের মাঝে,
গুনিয়া গুনিয়া যা তোমার নহে, তবু-
লইছো তাহাই করিয়া আপন নিজে।।
কি লাভ-
নিয়া সহস্র নিষ্পাপ জীবন
কেবা তুমি, কেনইবা তুমি।।
বিপরীতে,ত্রাণ-ত্রস্ত করিয়া লুট-
রক্তচোষা বিচ্ছুগুলো, ফুলিছে কলাগাছ ন্যায়
গরিবের হক,,,খাইয়াছে বড় ফকির-
না দিয়া অন্ন সন্তানের মুখে,
কাঁদিছেন দেখো অভাগিনী মায়।।।।।
না যায় সইতে,না পারি রুখিতে
কথা দাও যাবে চলিয়া,
রহিবেনা আর,রাখিবে না ক্লেশ
এ ধরিত্রী মাঝে,রাখিয়া বিদ্বেষ।
কত শত বদ্যিমশাই,হার মানিছে হায়
প্রার্থনা করিয়া একজনাতে,
কি জানি কি করিবেন তিনি,
তাহারো পথ চাহিয়া আছে বেবাক দুনিয়ায়।।
কেবা তুমি, কেনইবা তুমি!!!!!!!!
__________________
(শ্রী পলাশ কুমার শীল)
সহকারী শিক্ষক, গণিত
এ আর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট।